দিল্লিকে হারিয়ে প্লে-অফে বেঙ্গালুরু

একটা আইপিএলে চার চারটা সেঞ্চুরি। আইপিএলের ইতিহাসেই দেখা যায়নি। বিরাট কোহলি দেখিয়েছেন। শুধু তাই নয়, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রায় সব ম্যাচেই তার অবদান রয়েছে। রোববার রাতে দিল্লি ডেয়াডেভিলসের বিরুদ্ধেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিও বেঙ্গালুরু জিতলো কোহলির হাত ধরেই।
দিল্লি-বেঙ্গালুরু ম্যাচে যে জিতবে সেই চলে যাবে প্লে-অফে। এমন সমীকরনের ম্যাচে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে ৬ উইকেটে জেতালেন কোহলি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট এবং নেট রানরেটে এগিয়ে থেকে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে বেঙ্গালুরু পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে গেছে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ তিন এবং সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) রয়েছে চার নম্বরে।
দিল্লির ১৩৮ রান তাড়া করতে নেমে ৫ রানে ক্রিস গেইল(১) এবং ১৭ রানে এবি ডি ভিলিয়ার্সকে (৬) হারিয়ে বিপদে পড়ে বেঙ্গালুরু। কিন্তু কোহলি যেন পণ করেই নেমেছিলেন যে বেঙ্গালুরুকে জিতিয়ে তবেই ফিরবেন। হলোও তাই। ৪৫ বলে ছয় চারের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই ফিরলেন। মাঝে কোহলিকে সঙ্গ দিয়ে গেলেন লোকেশ রাহুল ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলে। বাকিদের মধ্যে শেন ওয়াটসন ১৪, স্টুয়ার্ট বিনি অপরাজিত ছিলেন ১১ রানে। জহির খান, ক্রিস মরিস, পাওয়ান নেগি ও কার্লোস ব্রাফেট প্রত্যেকে পেয়েছেন ১টি করে উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন