দিল্লি বহুদূর, সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ
দিল্লি বহুদূর, বাকশাল কায়েমের চিন্তা বাদ দিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য দ্রুত নির্বাচন দিন। সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আজ সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামণায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকার পূর্ণবাকশাল কায়েম করতে চায়। বর্তমান সরকারের কিছু কর্তাব্যক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা নতুন কিছু নয়। কারণ, সরকার সব সময়ই মিথ্যাচার করে আসছে।
তিনি বলেন, দীর্ঘদিন পর লন্ডনে মা ও ছেলের দেখা হয়েছে। কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে কুৎসা রটাচ্ছে। যারা কুৎসা রটাচ্ছে তারা পাপী। হান্নান শাহ বলেন, একদিকে সরকার জনগণের ভোটকে ভয় পায়। অন্যদিকে ভোটের মাধ্যমে জনগণ যখন নেতা নির্বাচন করে তখন বিরোধী শক্তির হলে তাকে সরিয়ে দেয়া হয়। গণতন্ত্রের কোন সংজ্ঞাই এই সরকার মানে না বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে যারা মিথ্যাচার করেছে তাদের মুখে চুনকালী পড়বে বলেও মন্তব্য করেন তিনি। দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির মো: জসিম, ওলামা দলের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পদাক শাহ মো: নেছারুল হক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, আলমগীর হোসেন ও জসীম উদ্দিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন