দুই ধাপে বাড়ছে গ্যাসের দাম
গ্যাসের দাম ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী মাস থেকে দুই ধাপে বাড়ছে গ্যাসের দাম।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিইআরসির সচিব মো. ফয়জুর রহমান জানান, আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।
জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা এবং দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।
বর্তমানে এক চুলার জন্য দিতে হয় ৬০০ টাকা এবং দুই চুলার জন্য দিতে হয় ৬৫০ টাকা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ১ মার্চ থেকে সিএনজি ইউনিটপ্রতি ৩৮ টাকা হবে। পরে আগামী ১ জুন থেকে তা হবে ৪০ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন