দুই মিনিটের জাদুতে বাঁচলো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হারতে হারতে রোনালদো কারিশমায় বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং লিসবনের বিপক্ষে এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তে রোনালদো আর মোরাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চেসার জানাকির আলতো শটে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর গোলের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকেন রোনালদোরা। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে এসে লিসবনের রক্ষণ ভাঙতে সক্ষম হন রোনালদো। চোখজুড়ানো দূরপাল্লার ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান।
চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ারে রোনালদো এই নিয়ে ১২ বার ফ্রি-কিক থেকে গোল করলেন। সব দলের হয়ে এই টুর্নামেন্টে তার গোল ৯৪টি। রিয়ালে আসার পর ৭৬ ম্যাচে ৭৯টি।
সমতায় ফিরে শেষের মিনিটগুলোতে লিসবনকে দিশেহারা করে ছাড়ে জিদানের ছেলেরা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯৪) মাথার কল্যাণে ম্যাচের জয়সূচক গোলটি করেন অলভারো মোরাতা।
ম্যাচ হারলেও ছেলেদের জয়গান গেয়েছেন লিসবন বস জোরগে জিসুস, ‘মাদ্রিদে এসে আমরা যেমন খেলে গেলাম, কেউ তা পারেনি।’
‘প্রথমার্ধে রিয়াল একটা সুযোগও পায়নি। কিন্তু তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। সেই খ্যাতি এবং মানসিকতা তাদের আছে। আর তাই দুই মিনিটেই খেলা পাল্টে দিয়েছে তারা।’ রোনালদোদের কৃতিত্ব দিতেও ভুললেন না জিসুস।
বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন