দুই লাখ টাকা বাঁচাতে পারে মেধাবী সুমনাকে
মাত্র ২ লাখ টাকা আবারো জীবনের আলো ফিরিয়ে দিতে পারে হার্টের রোগে আক্রান্ত ঝিনাইদহের মেধাবী ছাত্রী সুমনা আক্তারের।
সুমনার নানা আব্দুল গফুর বলেন, সুমনার বাবা মারা গেছে। বাবার মৃত্যর পর ঝিনাইদহ শহরের হামদাহ সততা পাড়ায় নানা আব্দুল গফুরের বাড়িতে বসবাস করে দরিদ্র পরিবারটি। বেশ কিছুদিন ধরে সে জটিল হার্টের রোগে আক্রান্ত।
ভারতের পিয়ারলেস হাসপাতালের ডা. অসিম কুমার পাল দ্রুত সুমনার হার্টের চিকিৎসা শেষ করার পরামর্শ দিয়েছেন। কিন্তু তার পক্ষে দুই লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না।
সুমনার মা জেসমিন নাহার জানান, তিনি বাবার বাড়িতে দর্জির কাজ করে। সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তায় সুমনা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
সুমনাকে সাহায্য পাঠানোর ঠিকানা : মো. আব্দুল গফুর, সঞ্চয়ী হিসাব নং ২২৭৫২, ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ। প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ করতে পারেন ০১৭৫৮৩৩১০৭৩ নম্বরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন