দুই শিশুকে শ্বাসরোধে হত্যা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সৎ ভাইয়ের বিরুদ্ধে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার ঢুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ঢুলীপাড়া গ্রামের আবুল কালামের ছেলে জয় (৭) ও মনি (৫)। অভিযুক্ত সফিউল ইসলাম ছোটন (২২) আবুল কালামের প্রথম পরিবারের ছেলে।
নিহতদের বাবা আবুল কালাম জানান, দুই শিশুকে বাসায় রেখে আমি ও তাদের মা রেখা আক্তার বাইরে যাই। ফিরে দেখি বাইরে থেকে দরজা লাগানো। দরজা খুলে দেখি দুই শিশু মৃত অবস্থায় পড়ে আছে, তাদের গলায় আঘাতের চিহ্ন। আমার প্রথম স্ত্রী রোকেয়া বেগম বর্তমানে তার বাবার বাড়িতে। পাশের ঘরে প্রথম স্ত্রীর সন্তান তানজিলা জানায়, ছোটন তাকে মারধর করে বাড়ি থেকে চলে গেছে। ছোটন দ্বিতীয় বিয়ে করা নিয়ে পরিবারে ঝগড়া করে আসছে। ধারণা করছি, সে শিশু দুটিকে গলা টিপে হত্যা করেছে। এ ঘটনার পর সে পলাতক রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহ থেকে এ হত্যাকা- ঘটতে পারে। শিশুদের গলায় কালো দাগ রয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন