দুই শিশু ধর্ষণে বিএডিসির অফিস সহকারীর যাবজ্জীবন
খুলনা : খুলনা মহানগরীর দৌলতপুরে প্রথম শ্রেণির দুই শিশুকে ধর্ষণের দায়ে বিএডিসির অফিস সহকারী (টাইপিস্ট) মো. আজাহার আলীকে (৫৫) ডাবল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ধর্ষণের পৃথক দুই মামলায় ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়ে অনাদায়ে অভিযুক্তকে আরো ৬ মাস করে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। ধর্ষণের দুই ঘটনায় পৃথকভাবে রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় আসামি মো. আজাহার আলী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এরপর আদালতের নির্দেশে তাকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, ট্রাইব্যুনালের পিপি অ্যাড. অলোকা নন্দা দাস এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. আয়ুব আলী শেখ।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, বাগেরহাটের চিতলমারীর আওড়া বুনিয়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে ও দৌলতপুর মহেশ্বরপাশাস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অফিস সহকারী (টাইপিস্ট) মো. আজাহার আলী বিরুদ্ধে দু’টি শিশুকে ধর্ষণের অভিযোগে দৌলতপুর থানায় মামলা হয়।
২০০৩ সালের ৯ নভেম্বর দুপুরে ওই এলাকার প্রথম শ্রেণির এক শিশুকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মো. আজাহার আলী তার কর্মস্থল দৌলতপুর মহেশ্বরপাশাস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অফিসে চকলেট দেয়ার নাম করে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর দিন ১০ নভেম্বর একইভাবে তিনি ওই স্কুলের একই শ্রেণির অপরএক শিশুকে অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার পরিবার এ বিষয়ে তার কাছ থেকে ঘটনা জানতে পারেন।
এ ঘটনায় ১২ নভেম্বর শিশুদের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন (যার নং ১২)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান একই বছরের ৩ ডিসেম্বর মো. আজাহারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক পৃথক এ দু’টি ঘটনায় রায় ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন