দুই সাংবাদিককে মারধরের ঘটনায় অবশেষে মুখ খুললেন সেই এএসআই এরশাদ
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের শেষ মুহূর্তে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার সামনে আটক ব্যক্তিদের ফুটেজ নিতে গিয়ে দুই গণমাধ্যম কর্মী মারধরের শিকার হওয়ায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কনস্টেবল থেকে ২০১৬ সালের ডিসেম্বর মাসে পদোন্নতি পেয়ে থানা পর্যায়ে পোস্টিং হওয়া এই এএসআই এখনো শাহবাগ থানার অন্যান্য পুলিশ অফিসারদের সাথে তার ঠিকমতো পরিচয়ও হয়নি। কিন্তু এটিএন নিউজের দুই সাংবাদিককে নির্যাতন করে এরশাদ চলে আসেন আলোচনার টেবিলে।
২০০৬ সালের ৩১ অক্টোবরে কনস্টেবল হিসেবে গাইবান্দা জেলা থেকে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এরশাদ মণ্ডল। সর্বশেষ রাজারবাগ পুলিশ লাইনে অস্ত্রভাণ্ডারে কনস্টেবল হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন। গত ডিসেম্বরে (২০১৬) এএসআই পদোন্নতি পেয়ে ২৮ ডিসেম্বর শাহবাগ থানায় আসেন।
শাহবাগ থানার কয়েকজন এসআই, এএসআইয়ের সাথে কথা বলে জানা যায় অনেকেই তাকে চিনেও না। শুধু জানেন এরশাদ নামে একজন এএসআই হিসেবে যোগদান করেছে। কে সেই এরশাদ পরিচয়ও হয়নি।
এই থানায় কর্মরত একজন এসআই সাংবাদিকের ওপর আক্রমণ করায় ক্ষোভ প্রকাশ করে জানান, সদ্য পদোন্নতিতে কনস্টেবল থেকে এএসআই হয়ে আসছে। পদোন্নতির ভারে বিভোর। র্যাংকের মর্যাদাটা কি বুঝতে পারছে না।
সাংবাদিক নির্যাতনের ব্যাপারে এরশাদ মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি নির্যাতনের কথা অস্বীকার করে জানান, আমি সাংবাদিক ভাইকে মারি নাই, তাকে সেইভ করার জন্য আগলিয়ে রাখছিলাম। পেছন থেকে আমাকে ধাক্কা দিলে আমি সাংবাদিক ভাইয়ের ওপর পড়ে যায়। সেই সময়ে আমি ক্যামেরা বন্দি হয়ে যাই। আমি কোনো অন্যায় করিনি।
‘কোনো অন্যায় করেননি, তাহলে নিজের পায়ের বুট দিয়ে লাথি মারা হচ্ছিল ছবিতে আপনাকে স্পষ্ট দেখা যাওয়ার পরও কেন অস্বীকার করছেন’ এমন প্রশ্নের জবাবে উত্তর না দিয়ে তিনি বলেন, আমি পরিস্থিতির স্বীকার হয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন