দুদিন শুটিং করলেই শেষ হবে ‘সত্তা’
শেষ পর্যায়ে ‘সত্তা’ ছবির শুটিং। এরই মধ্যে ছবির গান ও সিক্যুয়েন্সের শুটিং শেষ হয়েছে। আর মাত্র দুদিন শুটিং করলেই শেষ হবে ছবির চিত্রধারণের কাজ। তবে সেখানে কোনো তারকা শিল্পী থাকবেন না বলে জানিয়েছেন ছবির পরিচালক হাসিবুর রহমান কল্লোল। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম।
কল্লোল বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির গান ও সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি। কয়েক দিনের মধ্যে আরো দুদিন শুটিং করব, তবে সেখানে কোনো তারকা শিল্পী থাকবেন না। ছবির ডাবিং এবং এডিটিং এগিয়ে আছে। সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যে ছবিটি সেন্সরবোর্ডে জমা দেব।’
ছবিটির কাজ শেষ করতে অনেক সময় লাগছে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি প্রথম থেকেই ছবিটি ধরে ধরে করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমি তা মেইনটেইন করার চেষ্টা করেছি। পরিচালক হিসেবে আমি যা চেয়েছিলাম, তা ক্যামেরায় ধারণ করতে পেরেছি। আমি তৃপ্ত, সঙ্গে আমাদের ছবির পুরো ইউনিটই তৃপ্তি প্রকাশ করছে। এই দীর্ঘ সময় নিয়ে কাজটি করায় আমাদের কোনো আক্ষেপ নেই।’
কবে ছবিটি মুক্তি পাবে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তি দেওয়ার চিন্তা করছি। ছাড়পত্র পেলেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













