দু’পক্ষের গোলাগুলিতে নিরীহ নারী নিহত

পাবনায় দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মালেকা বেগম (৪৫) নামের এক নিরীহ নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় মালেকার নাতনি নুপুর (৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মালেকা বেগম ওই গ্রামের আছাই সরদারের স্ত্রী।
শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে স্থানীয় আমিন মোল্লা ও শামসু মেম্বর গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২/৩ দিন থেকে আতাইকান্দা গ্রামে আমিন মোল্লা ও শামসু মেম্বর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাত ৮টার দিকে শামসু মেম্বরের লোকজন আমিন মোল্লার লোকজনের ওপর সশস্ত্র হামলা চালালে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় পক্ষই আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিরীহ গ্রামবাসী মালেকা বেগম ঘটনাস্থলেই মারা যান এবং তার নাতনি নুপুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
আহত নুপুরকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন