দু’পক্ষের সংঘর্ষে শ্রমিকলীগ নেতাসহ আহত ১৫
লক্ষ্মীপুরের কমলনগরে দু’পক্ষের সংঘর্ষে শ্রমিকলীগ নেতাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার লুধুয়া মাছ ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘাটের আড়ত থেকে প্রায় দুই লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আহতদের মধ্যে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাঘা, আওয়ামী লীগ নেতা জমশেদ আলম বাঘা, মো. জসিম ও মো. জাকের হোসেনক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দাদন ব্যবসাকে কেন্দ্র করে ওই ঘাটের আড়তদার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাঘার সঙ্গে অপর আড়তদার সাবেক যুবলীগ নেতা মো. শিবলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিবলীর লোকজন হামলা চালালে শ্রমিক লীগ নেতা ইকবাল বাঘা ও আওয়ামী লীগ নেতা জমশেদ আলম বাঘা আহত হন। পরে ইকবাল বাঘার লোকজন সংগঠিত হলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাঘা জানান, স্থানীয় ট্রলার মালিক মো. আলী মাঝির কাছে তিনি দাদনের এক লাখ ৪৫ হাজার টাকা পাওনা আছেন। আলী মাঝি ওই টাকা পরিশোধ না করে একই ঘাটের ব্যবসায়ী রিপনের কাছে নিজের ট্রলার বিক্রি করে দেন। এ নিয়ে রিপনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার (রিপনের) চাচাতো ভাই সাবেক যুবলীগ নেতা শিবলী, জসিম, রাহাদ, রাশেদ, মো. ফরিদ ও পারভেজ লোকজনসহ অতর্কিত হামলা চালায়। এতে তিনি নিজে ও তার পক্ষের জমশেদ বাঘা, মো. জসিম ও মো. জাকেরসহ ১২ জন আহত হন। তিনি দাবি করেন, হামলাকারীরা ওই সময় তাদের চারটি গদিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
অপরদিকে, হামলা ও টাকা লুটের অভিযোগ অস্বীকার করে সাবেক যুবলীগ নেতা মো. শিবলী জানান, দাদনের টাকা নিয়ে চাচাতো ভাই রিপনের সঙ্গে বাকবিতণ্ডা হলে তিনি এগিয়ে যান। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তার ভাই শেখ রাসেল, রিপন ও পারভেজ আহত হন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন