দুবাইয়ে তিন যৌনকর্মীর ১ বছর করে কারাদণ্ড

দুবাইয়ের একটি ম্যাসেজ পার্লারে যৌনকর্মীর কাজ করায় তিনজনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তারা দুবাই শহরের একটি ফ্ল্যাট ভাড়া করে থাকত। সেখানেই একটি ম্যাসেজ পার্লার পরিচালনা করত তারা।
গত বছরের অক্টোবরে দুবাই পুলিশের কাছে একটি ফোন আসে। একটি ফ্ল্যাটে চুরি হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন পর্যটক নারীকে দেখতে পান।
এদের মধ্যে দু’জন আলবেনিয়ান এবং একজন বুলগেরিয়ার নাগরিক। তারা সেখানে পার্লারের কাজের পরিবর্তে যৌনকর্মী হিসেবে কাজ করতেন।
তবে বুলগেরিয়ান নারী আদালতে বলেছেন, তিনি পার্লারে ম্যাসেজের কাজ করতেন। যৌনকর্মী হিসেবে তিনি কাজ করেননি।
ওই তিন নারীসহ আরো এক আলবেনিয়কে তাদের শাস্তি শেষে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে থেকে জানা গেছে ওই নারীরা যে ফ্ল্যাটে থাকতেন সেটি কোনো পার্লার ছিল না। বরং এটি তারা অন্য কাজে ব্যবহার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন