দুবাইয়ে তিন যৌনকর্মীর ১ বছর করে কারাদণ্ড
দুবাইয়ের একটি ম্যাসেজ পার্লারে যৌনকর্মীর কাজ করায় তিনজনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তারা দুবাই শহরের একটি ফ্ল্যাট ভাড়া করে থাকত। সেখানেই একটি ম্যাসেজ পার্লার পরিচালনা করত তারা।
গত বছরের অক্টোবরে দুবাই পুলিশের কাছে একটি ফোন আসে। একটি ফ্ল্যাটে চুরি হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন পর্যটক নারীকে দেখতে পান।
এদের মধ্যে দু’জন আলবেনিয়ান এবং একজন বুলগেরিয়ার নাগরিক। তারা সেখানে পার্লারের কাজের পরিবর্তে যৌনকর্মী হিসেবে কাজ করতেন।
তবে বুলগেরিয়ান নারী আদালতে বলেছেন, তিনি পার্লারে ম্যাসেজের কাজ করতেন। যৌনকর্মী হিসেবে তিনি কাজ করেননি।
ওই তিন নারীসহ আরো এক আলবেনিয়কে তাদের শাস্তি শেষে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে থেকে জানা গেছে ওই নারীরা যে ফ্ল্যাটে থাকতেন সেটি কোনো পার্লার ছিল না। বরং এটি তারা অন্য কাজে ব্যবহার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন