দুর্গাপুরে মনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরে ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান মনি (৫০) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে এক গোপনীয় অভিযানে প্রধান আসামী তোফাজ্জল হোসেন ওরফে আলেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই আসামী তোফাজ্জল হোসেন ওরফে আলেক দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর এলাকার আব্দুল হানিফের ছেলে।
জানা গেছে, গত ১৩ মার্চ বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখা নিষেধ করাকে কেন্দ্র করে কৃষ্ণেরচর এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুজ্জামান মনির। এ ঘটনায় ১৫ মার্চ নিহত মনিরুজ্জামান মনির এর ছোট ভাই আনিসুজ্জামান মানিক বাদী হয়ে দুর্গাপুর থানায় তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে ৭ জনের নামে মামলা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহ-জাহানসহ একটি টিম গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামী তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
দুই ইঞ্জিনিয়ার ছেলে মাকে পিটালেন সম্পত্তির লোভে !
নেত্রকোনায় সম্পত্তির লোভের কারণে দুই ইঞ্জিনিয়ার ছেলের হাতে নির্যাতিত হয়েছেনবিস্তারিত পড়ুন
মা ফিরে এসে দেখে পাশের একটি ঘরে কিশোরী পান্নার ঝুলন্ত লাশ ! বিক্ষোভ চলছেই
নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কিশোরী পান্না আক্তারের ধর্ষকবিস্তারিত পড়ুন
নেত্রকোনায় ভাতিজিকে সৎ চাচার ধর্ষণ, অতঃপর…..
নেত্রকোনার মদন উপজেলায় ভাতিজিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে চাচা মো.বিস্তারিত পড়ুন