দুর্বৃত্তদের আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে তাসলিমা আকতার (৪০) ও তার মেয়ে তাসলি (১৮ মাস) মারা গেছে। এ ছাড়া আহত হয়েছেন তালিমার স্বামী চাঁন মিয়া (৫০) ও মেয়ে উর্মি (২০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারা মারা যায়। সোমবার রাত ৩টার দিকে শোবার ঘরের জানালা দিয়ে কে বা কারা পেট্রোল ছুড়ে মারলে চারজন দগ্ধ হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার বালী শেখ জানান, উপজেলার ফারাসপুর গ্রামের চাঁন মিয়া তার পরিবার পরিজন নিয়ে রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আনুমানিক ৩টার দিকে কে বা কারা জানালা দিয়ে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছুড়ে মেরে আগুন লাগিয়ে দেয়। এতে ওই ঘরে থাকা গৃহকর্তা চাঁন মিয়া তার স্ত্রী তাসলিমা, বড় মেয়ে উর্মি ও শিশু তাসলি দগ্ধ হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে চাঁন মিয়া, তাসলিমা ও তাসলির অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। তাদের বহনকারী এ্যাম্বুলেন্সটি দৌলতদিয়ায় ফেরি পার হওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে তাসলিমা ও তাসলি মারা যায়।
তিনি জানান, চাঁন মিয়ার বড় মেয়ে উর্মির ৩ বছর আগে যশোরের লেবুতলার মৃত বাবুল হোসেনের ছেলে কামালের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এক মাস আগে উর্মি বাবার বাড়িতে চলে আসে। স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে রাতে কামাল এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশ সন্দেহভাজন হিসেবে কামালকে খুঁজছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন