দুর্বৃত্তদের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে ও দুজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের পাশে ডেইরি ফার্মের ভেতর এ ঘটনা ঘটে।
আহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী রেজয়ানুল হক জানান, গতকাল রাতে প্রচণ্ড গরমে তিনি এবং বাংলা বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী তুষার (২৩) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিস (আইআইবিএ) বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী অনিক ডেইরি ফার্মের ভেতর ঘুরতে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকা দুর্বৃত্তরা। তাঁর সঙ্গে থাকা তুষার ও অনিককে পিটিয়ে আহত করে। ওই সময় তিনজনের সঙ্গে থাকা মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদীরকে বারবার ফোন করা হলেও ফোনটি রিসিভ হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা জানিয়েছেন, তিনি ঘটনাটি জেনেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন