দুষ্টুমি করায় ছাত্রকে বেধড়ক লাথি-ঘুষি
দুষ্টুমি করার অপরাধে এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন এক প্রধান শিক্ষক। বৃষ্টির মতো কিল-ঘুষি আর লাথিতে এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেলে ছাত্রটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার ছাত্রের নাম ফাতিন ইসরাক সাজিদ। সে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাজিদের পাশে বসেছিলেন তার মা ফারজানা মল্লিকা।
তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই অন্যায়ভাবে আমার ছেলেকে মারধর করা হয়েছে। এখন পর্যন্ত কেউ এসে সমবেদনা জানায়নি। ঘটনার জন্য আমি ওই শিক্ষকের বিচার দাবি করছি।’
স্থানীয়রা জানায়, গত ১৫ ফেব্রুয়ারি বাউফলের ডা. ইয়াকুব আলী শরীফ ডিগ্রি কলেজ মাঠে ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। অনুষ্ঠান চলাকালে সাজিদ তার বন্ধুদের সঙ্গে অতিথি মঞ্চের সামনে থেকে দৌড়ঝাঁপ করে। এতে দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ক্ষুব্ধ হন। এক পর্যায়ে সাজিদের বুকে, পিঠে ও মাথায় বৃষ্টির মতো কিল, ঘুষি আর লাথি মারেন।
পিটুনিতে সাজিদ সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে কলেজেরই একটি ক্লাস রুমে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘণ্টা খানেক পরে সাজিদের জ্ঞান ফিরলে তাকে বাড়ি পাঠানো হয়। কিন্তু রাতে সাজিদের শ্বাসকষ্টসহ শরীরে জ্বর দেখা দেয়।
গত ১৬ ফেব্রুয়ারি সকালে ফারজানা মল্লিকা তার ছেলে সাজিদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। তবে শিক্ষক ওই অভিযোগ আমলে নেননি। পরদিন ১৭ ফেব্রুয়ারি সাজিদের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ভর্তি করা হয় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু অবস্থার অবনতি হলে সেদিনই তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পটুয়াখালী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার উদ্দিন বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন