দেখুন নতুন জাতের আম ১টির ওজন ৪ কেজি!
মাগুরার শালিখায় চার কেজি ওজনের নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার শতখালী গ্রামের আল-আমিন নার্সারির মালিক আতিয়ার রহমান মোল্লা।
নার্সারিতে গিয়ে দেখা গেছে একটি আম গাছে ১১টি আম ধরেছে। সবচেয়ে বড় আমটি লম্বায় ১৩ ইঞ্চি, বেড় ১৮ ইঞ্চি। এর ওজন চার কেজি। আতিয়ার রহমানের কাছ থেকে জানা গেছে তার প্রতিবেশী ইব্রাহীম হোসেন ছয় বছর আগে ব্রুনাই থেকে আমের একটি শায়ন ডাল এনে তার বাড়ির আম গাছে কলম দেয়।
দুই বছর পর সেই গাছে দেড় কেজি ওজনের কয়েকটি আম ধরে।
সেখান থেকে একটি শায়ন ডাল এনে তিনি নিজের নার্সারিতে একটি ফজলী আমের গাছের সঙ্গে কলম দেন। গত বছর ওই গাছে দুই কেজি ওজনের পাঁচটি আম ধরে। এতে তিনি আরো উৎসাহিত হয়ে আম গাছের ব্যাপক পরিচর্যা শুরু করেন। এতে তিনি আশাতীত ফল লাভ করেন।
এবার গাছে ১১টি আম ধরেছে। প্রতিটির ওজন চার কেজি মতো হবে।
আমগুলো চলতি শ্রাবন মাসের শেষ দিকে পাকবে বলে জানান তিনি। তার পারিবারিক পদবী মোল্যা ও ইব্রাহীমের কন্যা ইয়াসমিনের নামে নতুন জাতের আমের নাম রাখেন ‘মোল্যা-১ ইয়াসমিন’।
এদিকে এই ‘নতুন জাতের’ আম উদ্ভাবনের সংবাদ ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এই আম দেখতে আল-আমিন নার্সার্রীতে প্রচুর লোকের সমাগম হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন