দেখুন.. মানুষ কিভাবে সোনার ডিম পাড়ে! (ভিডিও সহ)
নাম সম্রাট ছাহল। দেখতে নিরীহ। শান্ত। ভদ্রলোক। বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি। মালয়েশিয়া হতে সম্প্রতি BG 087 ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আবতরণ করেন। নেমেই হ্যান্ডক্যারির ব্যাগটি নিয়ে রওনা হন ইমিগ্রেশনের দিকে। কিন্তু বেরসিক শুল্ক গোয়েন্দাদল বাধ সাধল! তারপর?
অনেকক্ষণ ধরে চলল জিজ্ঞাসাবাদ। ভদ্রলোক একেবারেই সাধু। কিচ্ছু নেই। কিন্তু গোয়েন্দা দলও নাছোড়বান্দা। শেষতক হাসপাতালে নেয়া হলো। এক্সরে করা হলো। ভদ্রলোক স্বীকার করলেন, তার পায়ুপথ দিয়ে ১৫টি বার ঢোকানো হয়েছে তলপেটে!
গোয়েন্দাদল অপারেশনের মাধ্যমে পেট কেটে সোনার বারগুলো বের করে আনতে চাইলেন। কিন্তু ভদ্রলোক নাছোড়, কান্নাকাটির ধুম ফেলে দিলেন। বললেন, ‘স্যার, আমারে অপারেশন কইরেন না। আমি অ্যামনেই বাইর কইরা দিতাছি!’ পরে শুল্ক গোয়েন্দাদের উপস্থিতিতেই যুবকটি গোপন স্থানে লুকায়িত ১৫টি সোনার বার অনেকটা ডিম পাড়ার কায়দায় বের করেন।
শুল্ক গোয়েন্দাদের তৎপরতায় সম্প্রতি এভাবে অনেক চোরাচালান ঠেকানো হয়েছে। তবে এই প্রথম কাস্টম গোয়েন্দার ফেসবুক পেজে এ ধরনের ভিডিও প্রকাশ করা হয়।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বলেন, সম্রাট গোয়েন্দাদের নজরদারিতে আগে থেকেই ছিলেন। সম্প্রতি বিজি০৮৭ বিমানে করে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন সম্রাট। তাকে আটক করা হলে প্রথমে তিনি সোনা পাচারের বিষয়টি অস্বীকার করেন। পরে এক্সরে ও সার্জারিতে তার দেহে সোনার অস্তিত্ব পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, সোনার বার উদ্ধারের জন্য যুবককে বদ্ধ ঘরে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দাদের উপস্থিতিতে ডিম পাড়ার কায়দায় ১০০ গ্রামের ১৫টি বার বের করেন সম্রাট।
জিজ্ঞাসাবাদে সম্রাট জানান, ওই সোনা তিনি কুয়ালালামপুরে বিশেষ কায়দায় তার মলদ্বারে প্রতিস্থাপন করেছিলেন। তবে শেষরক্ষা হলো না। সাম্প্রতিককালে এটি সবচেয়ে বড় সোনার ডিম প্রসব।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন