দেখেনিন, আজকের হায়দরাবাদের বিপক্ষে দিল্লির সম্ভাব্য একাদশ

আইপিএলে মাঠে নামবে দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। লিগ তালিকায় সবার নিচে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। আট ম্যাচে ২টিতে জয় পেয়েছে জাহির খানের দল। এতো অদৃশ্য বিদায়ের টিকেট হাতে পাওয়া হয়ে গেছে দিল্লির। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ম্যাচ খেলে ছয়টি জয় পেয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এই মুহূর্তে পয়েন্ট টেবলের যে অবস্থায় আছে হায়দ্রাবাদ তাতে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই তাদের। অপরদিকে, মান বাঁচানোর ম্যাচে বা পয়েন্ট তালিকায় উপরে উঠার জন্য খেলতে হবে দিল্লিকে।
হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস/ বেন কাটিং, যুবরাজ সিং, নামান ওঝা (উইকেটরক্ষক), দীপক হুদা, মোহাম্মদ নবী/ মোস্তাফিজুর রহমান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা, সিদ্ধার্থ কাউল।
দিল্লি সম্ভাব্য একাদশ: স্যাম বিলিংস, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, করুণ নায়ার, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), কোরি এন্ডারসন, ক্রিস মরিস, প্যাট কামিন্স, অমিত মিশ্র, শাহবাজ নাদিম, জহির খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন