দেনমোহরের কারণে বিয়ে পণ্ড, বরকে মারধর
বিয়ের দিনক্ষণ আগেই ঠিক করা ছিল। গায়ে হলুদের অনুষ্ঠানও হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু কবুলের আগে দেনমোহরের টাকা নিয়ে উভয়পক্ষে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বিয়ের অনুষ্ঠান প- হয়ে যায়। বরকে মারধরও করা হয়। কনের জন্য আনা স্বর্ণালঙ্কর ও বিয়ের আনুষাঙ্গিক মালামাল আত্মসাতের অভিযোগও উঠেছে কনেপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় একটি মামলা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের সেলিনা ভবনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে যমুনা আক্তার মিলার (১৫) সঙ্গে সাপদীর তালুকদার বাড়ির আবিদুর রহমান তালুকদারের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মাকছুদ তালুকদারের বিয়ে ঠিক হয়। বুধবার রাতে উভয় পরিবারে হলুদ সন্ধ্যা হয়। বৃহস্পতিবার ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন বিয়ের আগেই উভয়পক্ষের সমঝোতায় তিন লাখ টাকা দেনমোহর চূড়ান্ত করা হয়। কনের জন্য সাত ভরি স্বর্ণ ও এক লাখ ৮০ হাজার বিয়ের আনুষাঙ্গিক মালামাল নিয়ে আসে বরপক্ষ।
অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে যখন মেয়েকে বিয়ের পিঁড়িতে বসানো হবে তখনই শুরু হয় বাকবিত-া। তিন লাখ টাকা দেনমোহর উল্লেখ করে কবুল বলার আগ মুহূর্তে কনের মা পাঁচ লাখ টাকা দেনমোহর দাবি করে বসেন। পরে কনের বাবাও একই সুরে কথা বলেন। এ নিয়ে বরপকক্ষের সঙ্গে কনেপক্ষের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বিয়ের অনুষ্ঠান প- হয়ে যায়। পরে মিজানুর রহমান তার লোকজন দিয়ে বরপক্ষের লোকজনের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কনের জন্য আনা সাত ভরি স্বর্ণ ও বিয়ের আনুষাঙ্গিক মালামাল রেখে দেয় বলে অভিযোগ করেছেন বরপক্ষের লোকজন। এ ঘটনায় বরপক্ষ কনের বাবা মাসহ পাঁচ জনকে অভিযুক্ত করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান অলি বলেন, ‘দেনমোহরের কারণে বিয়ে ভেঙে গেছে। এ বিষয়ে মামলা করেছে বরপক্ষ। তবে মালামাল খোয়া যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রী নেওয়ার প্রচলন বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালিবিস্তারিত পড়ুন
চাঁদপুরে মাদকের টাকার জন্য মারাত্মকভাবে কুপিয়ে মাকে হত্যা
চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে মা খুন হয়েছেন। মঙ্গলবার রাতবিস্তারিত পড়ুন
১৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবাবিস্তারিত পড়ুন