‘দেশকে উন্নত করতে সব করছে আ’ লীগ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাছে কোনো দাবি করতে হবে না। আমরা জানি, কোথায় কী লাগবে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করতে যা কিছু প্রয়োজন, সব করে দিচ্ছে আওয়ামী লীগ। কারণ, বাংলাদেশ আওয়ামী লীগ মানুষকে অন্তর থেকে ভালোবাসে।’
পদ্মাসেতুর মূল কাজের উদ্বোধন শেষে শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেক উপজেলার যেখানে সরকারি স্কুল এবং কলেজ নাই, সেখানে একটি করে সরকারি স্কুল এবং কলেজ করে দিব। যাতে করে আমাদের ছেলে-মেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারে।’
‘আওয়ামী লীগের লক্ষ্য মানুষের সেবা করা, মানুষকে পুড়িয়ে মারা নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করেছি বলেই আমরা উন্নয়নে কাজ করতে পারছি। পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্পও এখন বাস্তবায়নের পথে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যেভাবে পাকিস্তানী হায়েনারা মানুষকে পুড়িয়ে মেরেছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে মারার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মানুষের কল্যাণ তারা করে না, তারা তা চায়ও না। তারা লুটপাট, দুর্নীতি করতে পারে।’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এমনভাবে উদযাপন করা হবে, যেখানে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত এবং দারিদ্রমুক্ত।’
২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন। কোনো হায়েনার দল যেনো মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে না পারে সেজন্য আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন