দেশের গর্বঃ- বাংলাদেশের অসাধারণ সাফল্য, মহাকাশে যাচ্ছে ন্যানো স্যাটেলাইট
মহাকাশবিদ্যায় অসাধারণ সাফল্য অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জাপানে অধ্যায়নরত শিক্ষার্থীদের তৈরি প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ ইংরেজিতে যাকে বলে ‘ন্যানো স্যাটেলাইট’ খুব শীঘ্রই মহাকাশে যাচ্ছে। জানা গেছে, চলতি বছর মার্চ মাসের মধ্যেই উপগ্রহটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হবে।
স্যাটেলাইটটি ইতোমধ্যেই অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে। মে মাস থেকে স্যাটেলাইটটি মহাকাশে যাবে। এই উপগ্রহটির নাম ‘ব্র্যাক অন্বেষা’, যার ওজন প্রায় এক কেজি। উপগ্রহটি তৈরিতে অর্থ জুগিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজির (কিউটেক) শিক্ষা ও প্রযুক্তি বিভাগ। অত্যন্ত ক্ষুদ্র আকৃতির এই স্যাটেলাইটটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় ১০ সেন্টিমিটার।
বাংলাদেশের ব্র্যাক বিশ্বদ্যিালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম, আবদুল্লা হিল কাফি ও মাইসুন ইবনে মানোয়ারের তৈরি ‘ব্র্যাক অন্বেষা’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল চর্চা। বহু ফেসবুক ব্যবহারকারীরা বাংলাদেশের এমন সাফল্যে অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসব সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ব্র্যাক অন্বেষা’ ন্যানো স্যাটেলাইটটি ভূ-পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করবে। পৃথিবীর চারপাশে স্যাটেলাইটটি একবার প্রদক্ষিণ করতে সময় নিবে মাত্র ৯০ মিনিট৷ এটি দিনে ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করবে অর্থাৎ বাংলাদেশকে প্রদক্ষিণ করবে ৪ থেকে ৫ বার।’
জাপানের স্যাটেলাইট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব। এছাড়াও উপস্থিত ছিলেন কিউটেকের প্রেসিডেন্ট অধ্যাপক ইউজি অই, ল্যাবরেটরি অব স্পেস ক্র্যাফট এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক মেংগু চো, জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) জিয়াউল আবেদিনসহ আরো অনেকে।
‘ব্র্যাক অন্বেষা’ ন্যানো স্যাটেলাইটের ইউটিউব ভিডিও:
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন