দেশের জন্য কিছু অর্জন করতে চাই : হালিম
ফুটবল-কসরত করেই নিজেকে আলোয় আনেন মাগুরার আবদুল হালিম। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা বল পায়ে জাদু দেখান। আর ফুটবল মাথায় নিয়ে জাদু দেখাতে বেশ পারদর্শী হালিম। ২০১২ সালে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
বল মাথায় নিয়ে সাইকেল চালাতে পারেন। সাঁতার কাটতে পারেন। দৌড়াতে পারেন। মাথায় বল নিয়ে রোলার স্কেটিং করে ১০০ মিটার দূরত্ব ছুটে যান মাত্র ২৭ দশমিক ৬৬ সেকেন্ডে! এর জন্য চলতি বছরের এপ্রিল গিনেসের সনদও হাতে পেয়েছেন।
মাগুরার এই হালিমকে নিয়ে ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। লিখেছে এভাবে, ‘দারুণ ভারসাম্য! এমন একটি লোকের সঙ্গে সাক্ষাৎ করুন, যিনি কিনা মাথায় ফুটবল নিয়ে ভারসাম্য রক্ষা করতে পারেন- যখন তিনি সাইকেল চালান, সাঁতার কাটেন, দৌড়ান কিংবা রোলার স্কেটিং করেন।’
কোনো অর্থের জন্য নয়, দেশের মুখ উজ্জ্বল করার জন্যই ফুটবল-কসরত করছেন হালিম। বলেন, ‘জানি, এটা আমাকে সম্পদশালী করেনি। তবে এটা আমি দেশের জন্য করছি। দেশের জন্য কিছু অর্জন করতে চাই। লোকজন বলতো, আমি নাকি মন্দের ভালো। তারা ভাবতো যে, আমি সময় নষ্ট করছি। এটা আমাকে কষ্ট দিতো। কিন্তু এখন তাদেরকে ভুল প্রমাণ করেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন