দেশে আইনের শাসন নেই: খসরু
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে। এখানে কোনো আইনের শাসন নেই। দেশের মানুষের নিরাপত্তা নেই। গুম, খুনে দেশ ভরে গেছে, দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্ত হতে চাইছে, কিন্তু পারছে না।
শুক্রবার রাত আটটায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ থেকে নবনির্বাচিত নেতাদের সাথে মেহেদিবাগের বাসভবনে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বৈজ্ঞানিক উপায়ে সূক্ষ্মকৌশলের মাধ্যমে নির্বাচনের একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পে নমিনেশন জনা, ভোটের তারিখ, ভোট গ্রহণ সবই বাইরে থেকে সুষ্ঠু দেখানোর একটি প্রক্রিয়া দেখানো হয়। এমনকি নির্বাচনও হয় কিন্তু নির্বাচিত হয় না। আওয়ামী লীগ যাদের মনোনীত করে, তাদের বিজয়ী দেখানো হয়। আওয়ামী লীগের অবৈধ সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তারা এমন অবস্থা সৃষ্টি করেছে জনগণ যেন আস্তে আস্তে নির্বাচন ভুলে যায়। এই বৈরী অবস্থার মধ্যেও চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের বিজয় কিছুটা হলেও সুখের।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও সংবর্ধনা জানান।
মহানগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম ও সহ-সভাপতি আবু সুফিয়ান।
বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এইচএস আবুল হাসান, মফিজুল হক ভূঁইয়া, সেকান্দর বাদশা, নির্বাচিত অর্থ-সম্পাদক মোহাম্মদ সাইফুউদ্দিন মানিক, পাঠাগার সম্পাদক ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হান সালেহীন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন