দেশ ছেড়ে ভারতে পাড়ি জমাচ্ছেন অপু!
এক সময়ের আলোচিত্র চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু এখন যেনো লোক চক্ষুর অন্তরালে রয়েছেন। সিনেমায় অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। নেই আলোচনায়ও। কিন্তু অপুর আলোচনায় না থাকাটাই যেনো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
কেউ কেউ বলছেন তিনি নাকি সিনেমায় অভিনয় ছেড়ে দিয়েছেন। এর পেছনে কারণও আছে। শাকিব খানের সঙ্গে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ যাচ্ছে। ফলে তিনি নিজেকে সিনেমা থেকে গুটিয়ে নিয়েছেন।
বছর তিনেক আগে রাজধানীর গুলশান এলাকার নিকেতনে ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’ নামে একটি জিম চালু করেছিলেন অপু্। সম্প্রতি তিনি সেটি বিক্রি করে দিয়েছেন।
তাই যেন আরও জল্পনার তৈরি করেছেন তিনি। তাই এখন তিনি কি করছেন বা কি করবেন তা নিয়ে যেন আগ্রহের শেষ নেই।
এদিকে অপু বিশ্বাসের দেখা রূপালি পর্দায় না মিললেও ফেসবুকে মেলে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ঠিকই সরব রয়েছেন। নিয়মিত পেজে স্ট্যাটাস দেন। ছবিও পোস্ট করেন। সম্প্রতি ৬ জুন তিনি ফেসবুকে লিখেছেন, ‘তুমি পাশে নেই তাই সেলফিতে স্বপ্ন সাজাই।’ তার এই স্ট্যাটাসের পেছনে হয়তো তার মনের গহীনে লুকানো কষ্টের আভাস পাওয়া যায়।
জানা গেছে, তিনি সব কিছু ছেড়ে পাড়ি জমাচ্ছেন ভারতে। শুধু তাই নয় দেশে তার সম্পত্তি সব বিক্রিও করে দিচ্ছেন বলে জানা গেছে।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করা হলে অপু বিশ্বাসের ফোন বন্ধ পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













