দোকান থেকে ১০,০০০ টাকা হাতিয়ে বানর উধাও
চোখের নিমেষে কলার প্যাকেট ‘চুরি’ বানরের৷ লোকজনের ব্যাগ লুটের দৃশ্যও দেখা যায়৷ কিন্তু তাই বলে দোকানের মধ্যে ঢুকে দিব্যি ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া!
কোনো সিনেমার দৃশ্যের গপ্পো নয়৷ এ একেবারে বাস্তব-কাহিনি৷ অন্ধ্রপ্রদেশের গুণ্টুরের একটি গয়নার দোকানে এমনই কাণ্ডকারখানা ঘটেছে৷ আর সেই বানর ‘চোরের’ কীর্তিকলাপ ভিডিও সোশ্যাল মিডিয়ার রীতিমতো ‘ভাইরাল’ গেছে৷ আর ‘চোর’ বানরের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷
তা কী ঘটেছিল? ওই গয়নার দোকানের মালিক জানিয়েছেন, দোকানের লোকজনই বানরকে লক্ষ্য করে পেয়ারা-ফল দিয়েছিল৷ তা নিতেই দোকানে ঢুকে পড়ে বানর৷ প্রথমে দোকানের কর্মীদের আক্রমণ করে ‘চোর’৷ ভয়ে দোকানের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ আর সেই সুযোগেই নিশ্চিন্তে সময় নিয়ে বেশ কয়েকটা টাকার বান্ডিল হাতিয়ে নিয়ে যায়৷ টাকা আদায়ে চোরের পিছু পিছু ধাওয়া করা হলেও চোরের কোনো হদিশ পাওয়া যায়নি৷ বানরের এই কাজে একেবারেই হতবাক দোকানের কর্মীরা৷
ভিডিওটিতে দেখা গেছে, বাঁদরটি দোকানের মধ্যে ঢুকে প্রথমেই এদিন-ওদিক তাকাতে থাকে৷ কোথায় কী রয়েছে, তা ভাল করে দেখতে শুরু করে৷ পরে ঠিক যেখানে দোকানের টাকা থাকে, সেই ড্রয়ারের কাছে যায়৷ সেটি খুলে দিব্যি ১০ হাজার টাকা নিয়ে একেবারে দে দৌড়! দোকানের মালিক জানিয়েছেন, টাকা নিয়ে পালাচ্ছে বুঝতে পেরে কর্মীরা ধরতে যান৷ ততক্ষণে সে এলাকা থেকে অনেক দূরে৷ এই ঘটনার পাশাপাশি, মুম্বাইয়ে একটি মন্দির থেকে বাঁদর এক ব্যক্তির ম্যানিব্যাগ নিয়ে পালানোর ঘটনাও ঘটেছে৷ ওই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ৷ এমনকী, বাঁদরদের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের তরফে পদক্ষেপও করা হবে বলে জানিয়েছেন এক পদস্থ কর্মকর্তা৷
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন