‘দৌলতদিয়ার তিনদিন অনেককিছু শিখিয়েছে’

মাহমুদা আক্তার নিশা এবারের ঈদে বেশ কয়েকটি নাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন। গতকাল রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী একটি নাটকের থেকে শুটিং করে ফিরেছেন।
আসন্ন ঈদ উপলক্ষে তপু খানের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নাটক ‘অ্যাডমিশন টেস্ট। ‘ সেখানে তারা টানা তিনদিন এই নাটকের শুটিং করেছেন। নিশা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন জোভান, তামিম মৃধা ও জাকি ও টয়া।
নাটকে নিশাকে দেখা যাবে যৌনকর্মীদের সাবেক সর্দারনি হিসেবে। নাটকের গল্পে দেখা যাবে তিন যুবক ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাডমিশন টেস্ট’ দেওয়ার জন্য রওনা হন। কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে বাস ধর্ঘঘটে আটকে যান। সেখানের এক হোটেলে অবস্থান শুরু করেন। যেহেতু পাশেই ‘ব্রোথেল’ সেহেতু অভিজ্ঞতা নেওয়ার জন্য গমন করেন সেখানে। তারা এসে পড়েন যৌনপল্লীর বর্তমান ও প্রাক্তন সর্দারনির হাতে। এভাবেই গল্প চলতে থাকে।
নিশা বলেন, দারুণ একটি কাজ করলাম। এটা আমার ক্যারিয়ারের জন্য নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার অভিনয় ক্যারিয়ার সমৃদ্ধ করবে। যৌনপল্লীতে টানা তিনদিন অবস্থান করে কাজ করা এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। প্রতি সেকেন্ডে যেমন ছিল বিব্রতকর অভিজ্ঞতা তেমনি ছিল অনেক কিছুই শেখার। শিখেছি অনেককিছু।
নিশা আরো বলেন, যৌনকর্মীর জীবন থেকেও রয়েছে নানা বিষয়। তাদের জীবন যাত্রা আমাকে বিস্মিত করেছে। আমি অভিনয় করেছি যৌনকর্মীদের সর্দারনি হিসেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন