দ্বিতীয় দিনেও কমলাপুরে দীর্ঘ লাইন!
পবিত্র ঈদের আনন্দ উপভোগ করতে ট্রেনের আগাম টিকিট কেনার জন্য দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
টিকিট কেনার জন্য সোমবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। রাতভর অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তাদের মুখে দেখা গেছে হাসি।
তবে সাধারণ যাত্রীদের কাছে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৯টা থেকে টিকিট বিতরণ শুরুর কথা থাকলেও মঙ্গলবার রাত থেকেই স্টেশনে এসে অবস্থান নেন অনেকে। প্রচণ্ড ভীড়ের মধ্যেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কিনছেন যাত্রীরা। দ্বিতীয় দিনেও স্টেশনে অপেক্ষমান যাত্রীদের সিংহভাগ টিকিট পেয়েছেন বলে দাবি করেছেন কমলাপুর স্টেশন মাস্টার।
জানা গেছে, আজ বুধবার বিক্রি হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি হবে আরা তিন দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। বিশৃঙ্খলা, অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করতে ও অগ্রিম টিকিট সংগ্রহে আসা যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রেলমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ঈদুল আযহা উপলক্ষে ১,০২৪টি কোচ যাত্রী পরিবহন করবে। প্রতিদিন আড়াই লাখ যাত্রী এসব কোচে যাতায়াত করবে। এছাড়া আগামী ঈদুল ফিতরের আগেই রেলওয়েতে যোগ হবে আরো ২৭০টি নতুন কোচ।
মন্ত্রী বলেন, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার যাত্রী রাজধানী ছাড়বেন। টিকিট কালোবাজারি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাউন্টার ও স্টেশনে অর্ধশতাধিক সিসি ক্যামেরা রয়েছে। স্টেশন এলাকায় রেলওয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব ও ম্যাজিস্ট্রেট স্টেশনে রয়েছে। টিকিট বিক্রি ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন