ধর্ষণের শিকার সেই সাহসী নারী ফ্যাশন র্যাম্পে
২০০২ সালের কথা। গ্রামের এক পরিবারকে অপমান করার অভিযোগ উঠে মুখতার মাইয়ের ভাইয়ের বিরুদ্ধে। সেই অপরাধ এর বিচার করতে সালিশি সভা বসে। স্থানীয় আদিবাসী মোড়লরা শাস্তিস্বরূপ মুখতারকে গণধর্ষণের রায় দেন। ঘটনার শেষ এখানেই নয়; তাকে নগ্ন করে পুরো গ্রাম ঘোরানোরও রায় দেন মোড়লরা।
সেই সময় পাকিস্তানের মুখতার মাই নামের ওই নারীর বয়স ৩০ বছর। মোড়লদের নির্দেশে বাস্তবায়ন করে ১৪ পুরুষ। আর যারা সেই সুযোগ পায়নি, তারা নগ্ন, অবসন্ন মুখতারকে প্রকাশ্যে গ্রাম ঘুরিয়ে চলে।
এতকিছুর পরও ভেঙে পড়েননি সাহসী এই পাকিস্তানি মেয়ে। ধর্ষিতা ও মোড়লদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন তখন থেকেই। বিচারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিযুক্ত ১৪ জনকে কাঠগড়ায় তোলা হয়। ছয় অভিযুক্তকে ফাঁসির রায় দেয়া হলেও এখন তারা সবাই মুক্ত।
এরপর নারীদের অধিকারের জন্য আন্তর্জাতিক এক আইনজীবীর দ্বারস্থ হন মুখতার। পাশাপাশি নিজের গ্রাম মীরওয়ালায় নারীদের জন্য একটি শেল্টার হোম ও একটি মেয়েদের স্কুল তৈরি করেন। অন্য ধর্ষিতাদের মতো মুখ লুকিয়ে বাঁচার পক্ষে নন মুখতার। বরং তিনি চান সাহসের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরতে।
মঙ্গলবার করাচিতে পাকিস্তান ফ্যাশন উইকে নামী-দামি মডেলদের সঙ্গে র্যাম্পে হাঁটলেন তিনি। রোজিনা মুনিবের ডিজাইন করা কনের সাজে জ্বলে উঠলেন ৪৪ বছর বয়সি মুখতার। তিনি বলেন, আমার সঙ্গে যেমনটা হয়েছে সে ধরনের ঘটনার শিকার নারীদের কণ্ঠ হয়ে উঠতে চাই। আমার বোনদের জন্য আমার এটাই বার্তা, আমরা দুর্বল নই। আমাদেরও হৃদয় ও মস্তিষ্ক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন