ধাওয়ায় যুবকের মৃত্যু, গণপিটুনিতে পুলিশ নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে আবদুল মতিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে মারা গেছেন একজন পুলিশ কনস্টেবল। তার নাম আরিফুর রহমান।
আজ বুধবার বিকালে রাইজদিয়ায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মতিন মাদক বিক্রেতা ছিলেন বলে পুলিশ দাবি করছে।
তবে তার ছোট ভাই আব্দুল বাতেন জানান, মতিন পান-সুপারীর ব্যবসা করতেন। তার কাছে এসআই ফখরুল নানা সময়ে চাঁদা দাবি করেছেন। মতিনকে পুলিশ পরিকল্পিতভাবে পানিতে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাতেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ অভিযোগ নাকচ করে বলেন, এসআই ফখরুলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তিনি কখনও পাননি।
বুধবারের ঘটনা সম্পর্কে তিনি বলেন, বিকাল সাড়ে চারটার দিকে পুলিশের একটি দল নিয়মিত কাজের অংশ হিসেবে সোনারগাঁও এলাকায় যায়। এ সময় আবদুল মতিন পুলিশ দেখে দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। এতে সন্দেহ হলে তাকে ধরতে কনস্টেবল আরিফুর রহমানও পানিতে নামেন। এ সময় আবদুল মতিনের এলাকার লোকজন এসে আরিফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।
এসময় পানিতে ডুবে মারা যান মতিন এবং ঢিলের আঘাতে আহত হন কনস্টেবল আরিফ। তিনি পুকুর থেকে তীরে উঠে পালানোর চেষ্টা করলে গণপিটুনিতে ঘটনাস্থালে মারা যান।
ওসি আরও বলেন, এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে জানতে সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন