ধানমন্ডি লেকে কিশোরকে প্রকাশ্যে নির্মমভাবে পেটালো এক বখাটে (ভিডিও)
ব্যাক্তিগত রেষারেষির জের ধরে বন্ধুকে প্রকাশ্যে মারধরের ভিডিও ফেসবুকে আপলোড করেছেন জুনায়েদ আল ইমরান নামে এক কিশোর।
ফেসবুকে এ ভিডিও আপলোড করে জুনায়েদ নামের এ কিশোর লিখেছেন, “এ ছেলেটি ‘ম্যাপল লীফ’ ও ‘অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল’র মেয়েদের নিয়ে আজেবাজে মন্তব্য করেছে। আমার বিশেষ একজন মানুষকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছে। মারটা বেশি হয়ে গেছে মনে হয়। ভিডিওটা ছড়িয়ে দিন।”
রাজধানীর ধানমন্ডি লেকে করা ভিডিওর প্রথম থেকেই সাদিয়া নামের জুনায়েদর এক বান্ধবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে মোহাম্মদ নুরুল্লাহ নামের আরেক কিশোরকে এলোপাথাড়ি মারছিল। তবে প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিল নুরুল্লাহ। নুরুল্লাহ বারবার বিষয়টি ভুল বোঝাবোঝি হিসেবে উল্লেখ করলেও জুনায়েদ তা মানতে চায়নি।
প্রায় সাত ঘন্টা পর জুনায়েদ ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেয়। এর পরপরই ঘটনাটি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নুরুল্লাহ। সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। ভিডিওটি এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বহু ফেসবুক ব্যাবহারকারী।
প্রাথমিকভাবে চেষ্টা করেও উভয়পক্ষের কারো সাথে যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশে এর আগেও বিভিন্ন সময় প্রকাশ্যে মারধরের ভিডিও করে তা সামাজিক যোগাযেগের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এটিকে অমানবিক, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেছিলেন মনোবিদ ও আইনবিদরা। কয়েকটি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীকে গ্রেফতারও করেছে পুলিশ।
https://youtu.be/LEcdqRqJ6zI
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন