ধোনির কন্ঠে ফাহমিদা নবীর ‘লুকোচুরি’ !
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পি ফাহমিদা নবীর ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটি গাইলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়া একই মঞ্চে ফাহমিদা নবীর সঙ্গে গান গাইলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও সুরেশ রায়না।
এশিয়া কাপ ২০১৬ উপলক্ষে বাংলাদেশে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। সে সুযোগে গতকাল রোববার দিবাগত রাতে ভারতীয় হাইকমিশন আয়োজন করেছিল এক নৈশভোজের। সেখানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় সব খেলোয়াড়।
সেখানে মঞ্চে গান গেয়ে শোনান বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী। আর মঞ্চে তার সঙ্গে গান গেয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং সুরেশ রায়না। আর মঞ্চের বাহিরে থেকে তার ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটি গাইলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এ বিষয়ে ফাহমিদা নবী বলেন, ‘আমি যখন মঞ্চে গান গাইছিলাম তখন বিরাট কোহলি ও সুরেশ রায়না মঞ্চে এসে আমার সাথে গান গায়। আর মঞ্চের একটু সামনে ধোনি আমার ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটি গায়।
তিনি আরও বলেন, ‘একই মঞ্চে তাদের সঙ্গে একই সাথে গান গাইতে আমার অনেক ভাল লেগেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন