নওগাঁয় কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে ব্রিজ
নওগাঁর রানিনগর উপজেলার মিরাট ইউনিয়নে ২০১২-১৩ অর্থবছরে একটি ব্রিজের নির্মাণ কাজও শুরু হয়। কিন্তু ব্রিজ নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম ও কাজ নিম্নমানের হওয়ায় শেষের দিকে এসে ব্রিজে মাঝের পিলারটি দেবে যায়। ব্রিজের মাঝখানের দুই জায়গায় ভেঙে যায়। একবছর পেরিয়ে গেলেও আজও ব্রিজটি পুনর্নির্মাণ করার কোনো প্রদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এতে ওই ইউনিয়নের হামিদপুর, বৌঠাখালী, রঘুনাথপুর, সিকরিপুর, সেকেরপুকুর, সাতপাড়া, আতাইকুলা, ধনপাড়া, হরিশপুর, বিলবাড়ী, বড়খোলা, ডাঙ্গাপার দরঘাটা, মিঠাপুরসহ ১৬টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র উপায় এখন নড়বড়ে বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি নিয়ে সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে এলাকার মানুষদের।
স্থানীয় রসুল প্রাং, জিয়ারুল ইসলাম, নাছির উদ্দিন, সাহেব আলী জানান, ব্রিজের কাজের শুরু থেকেই অনিয়ম হয়েছে। অনিয়ম ও নিম্নমানের কাজ হওয়ায় পিলারটি দেবে যায়। এরপর ১ বছর পেরিয়ে গেছে। কিন্তু ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়নি।
একটি ব্রিজের কারণে ওই এলাকার উৎপাদিত ফসল ঠিক সময় হাটবাজারে নেওয়া যায় না। ফলে ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে হয়। এতে কৃষকসহ স্থানীয় ব্যবসায়ীদের লোকসান গুনতে হয় প্রতিনিয়ত।
মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ব্রিজটি নির্মাণে ব্যাপক অনিয়ম ও কাজ নিম্নমানের হওয়ায় উদ্বোধনের আগেই দেবে যায় পিলার। ভেঙে যায় দুই জায়গায়।
উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার ঘটনাটি আমি কর্মস্থলে যোগদানের আগে। তবে নতুন করে ব্রিজ নির্মাণের জন্য প্রক্রিয়া শেষের দিকে। বরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন