নওগাঁয় গৃহবধুর লাশ উদ্ধার
নওগাঁর পত্নীতলা উপজেলায় মনিরা বেগম (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সিধুয়া গ্রামের পাশে একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মনিরা বেগম ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
এই ঘটনার পর থেকে সাদ্দাম হোসেন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ময়নাতদন্তের জন্য ওইদিন সন্ধ্যায় মৃতদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন জানান, প্রায় ২ বছর আগে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাদ্দাম মনিরাকে বিয়ে। তাদের ঘরে ৬ মাসের এক শিশুও রয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন হচ্ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার বিকালে ওই বাড়িতে মনিরাকে দেখা গেলেও সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন বিকালে গ্রাম থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে নির্জন একটি আম বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়।
পুলিশের ধারণা মনিরাকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী সাদ্দাম লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন