নকল মিউজিক ভিডিও নিয়ে যা বললেন ইমরান ও নির্মাতা [ভিডিও]
২৮ এপ্রিল ইউটিউবে মুক্তি পেয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের নতুন মিউজিক ভিডিও। ‘ফিরে আসো না’ শিরোনামের এই মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে প্রথমবারের মতো মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। গানটি লিখেছেন স্নেহাশিষ ঘোষ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।
মুক্তির একদিনেই প্রায় তিন লক্ষ বার দেখা হয়ে গেছে ভিডিওটি। দৃশ্যধারণ থেকে শুরু করে এর সম্পাদনা সব কিছুই যেন নিখুঁত ভাবে ফুটিয়ে তুলা হয়েছে। কিন্তু এই নিখুঁত কাজের মধ্যেও ফুটে উঠেছে নকলের অভিযোগ।
নকল হয়েছে পুরো মিউজিক ভিডিও। এমন অভিযোগ ভিডিওটি মুক্তির একদিন পর থেকে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনার।
রাশিয়ান শিল্পী এলভিরা টি’র জনপ্রিয় গান ‘ভিসিও রেশেনো’র (ইংরেজিতে All Agreed) ভিডিও নকল করা হয়েছে ইমরানের ব্যয়বহুল মিউজিক ভিডিওতে। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছিল গানটি। ভিডিওটি দেখা হয়েছে আড়াই কোটিবারের বেশি।
আর তারই ছোঁয়া যেন পড়েছে ইমরানের নতুন এই মিউজিক ভিডিওতে। তবে সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সঙ্গীতশিল্পী ইমরান ও মিউজিক ভিডিওর পরিচালক চন্দন রয় চৌধুরী।
এ বিষয়ে ইমরান বলেন, ‘আমার গানের মিউজিক ভিডিওর তিনটা অংশ আছে। একটি অংশ রাশিয়ান ঐ ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। ভিডিও নির্মাতা চন্দন চৌধুরী হয়তো মনে করেছেন যে ভিডিওর ঐ অংশগুলোতে এরকম কিছু রাখা দরকার আছে। এজন্যই হয়তো তিনি ঐ ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে এই ভিডিওর একটি অংশ বানিয়েছেন। আর এরকম ভিডিও বানানো এখানে এই প্রথম নয়। অনেক কিছুই আছে যা হুবহু নকল করে বানানো হয়।‘
তিনি আরও বলেন, ‘গানের কথা ও সুরে যেহেতু কোন সমস্যা নেই তাই আমি এইসব নিয়ে একদমই মাথা ঘামাচ্ছি না। আমার ভক্তরা ভিডিওটি গ্রহণ করেছে এটাই হচ্ছে শেষ কথা। ভক্তদের জন্যই আমি। এর বাইরে কে কি বলল তা আমলে নিতে চাই না।‘
অন্যদিকে ভিডিও নির্মাতা চন্দন চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে যদি সমালোচনা হয়েই থাকে তবে আমি বলবো আমি পেরেছি ভালো কিছু নির্মাণ করতে। যা নিয়ে আলোচনা হওয়ার মতো কিছু আছে অনেকে তা নিয়েই সমালোচনা করতে ভালোবাসে। হ্যাঁ, আমি ভিডিওর একটি অংশ রাশিয়ান ঐ ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি। দিনশেষে আমি এটা দেখাতেও পেরেছি যে তারা যেটা বানাতে পারে তা আমরাও পারি। বাংলাদেশের অনেক মিউজিক ভিডিওই, নাটক, টিভিসি, সিনেমা তো হুবহু নকল হয়ে থাকে। আর এখানে মাত্র একটি অংশ ফলো করা হয়েছে। আমি বিষয়টি নিয়ে ভাবছি না। হাতে আরও অনেক কাজ জমে আছে। সেসব নিয়েই এখন চিন্তা আমার।‘
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন