নতুন অ্যালবাম নিয়ে আসছেন ডলি সায়ন্তনী

নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী আসছেন নতুন অ্যালবাম নিয়ে। নাম ‘প্রজেক্ট ডলি সায়ন্তনী’। অ্যালবামটি আগামী ৫ ডিসেম্বর বাজারে আসবে। এতে ছয়টি গান রাখা হয়েছে। দু’টি একক আর চারটি দ্বৈতগান থাকছে। দ্বৈতগানগুলোতে ডলির সাথে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। ইতোমধ্যে এই অ্যালবামের পাঁচটি গানের কাজ সম্পন্ন হয়েছে। আজকালের মধ্যে ডলি বাকি গানটিতে কণ্ঠ দেবেন। এই অ্যালবামের সুর ও সঙ্গীতায়োজন করছেন কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতম।
এ ব্যাপারে ডলি বলেন, ‘আমি দীর্ঘ দিন বিরতির পর শ্রোতাদের জন্য নতুন গান উপহার দিতে যাচ্ছি। বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে গেলে অনেকেই নতুন গান সম্পর্কে নানা রকম প্রশ্ন করছেন। আশা করি, এবার সব প্রশ্নের অবসান ঘটবে। শ্রোতাদের চাহিদা বুঝেই গানগুলো কণ্ঠে ধারণ করছি। আশা করি, এবারের গানগুলোও শ্রোতাদের মুগ্ধ করবে।’
উল্লেখ্য, এই অ্যালবামের মধ্য দিয়ে ডলি সায়ন্তনী দীর্ঘ সাত বছর পর অডিও অঙ্গনে ফিরছেন। নব্বইয়ের দশক থেকে ২০০৮ সাল পর্যন্ত ডলি নিয়মিত অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামের পাশাপাশি এ পর্যন্ত প্রায় ৭০০ চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন