নতুন ভাবে আসছে আবারও সেই মুন্না ভাই!!

আলোচিত ‘মন্না’ ভাই সিরিজে তৃতীয় ছবি খুব শিগগরিই আসছে বড় পর্দায়। সম্প্রতি রাজকুমার হিরানী নিজেই এ খবর জানিয়েছেন মিডিয়াকে। খবরটা শুধু মাত্র সঞ্জয় দত্তর ফ্যানেদের জন্য নয়, ভালো ছবি দেখার জন্য যারা অপেক্ষায় রয়েছেন তাদের কাছেও এটি নিসন্দেহে খুব খুশির খবর।
হিরানীর কথায়, ‘লাগে রহো মুন্না ভাই’-ছবিটির পর তেমন ভাল বিষয় পাচ্ছিলেন না যা নিয়ে মুন্না ভাইকে নিয়ে তৃতীয় ছবিটি করা যায়। তবে অবশেষে ভালো বিষয় বা গল্প পেয়েছেন, তাই খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবি। ছবির নাম সম্ভবত ‘মুন্নাভাই চলে দিল্লি’। এর আগে শোনা গিয়েছিল এই সিরিজের তৃতীয় ছবিটির নাম ‘মুন্না ভাই চলে আমেরিকা’। কিন্তু কেন হল না ছবিটি? রাজকুমার হিরানী দিয়েছেন সে উত্তর।
তিনি জানান, ‘ওই একই সময় প্রায় একই বিষয় নিয়ে মুক্তি পায় ‘মাই নেম ইজ খান’। তাই ওই ছবিটির কাজ বন্ধ করে দেওয়া হয়।’ তবে সঞ্জয় দত্ত এবং আর্শাদ ওয়ার্সিকে নিয়েই তৈরি হচ্ছে মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবিটি। তবে ছবির নায়িকা কে হচ্ছেন তা খোলসা করে বলেননি তিনি। ‘লাগে রহো মুন্না ভাই’ ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে।
এর পর থ্রি ইডিয়েটস্ বা পিকে-র মতো ছবি করলেও মুন্না ভাইকে বড় পর্দায় ফিরিয়ে আনার মতো ভালো প্লট পাচ্ছিলেন না রাজকুমার হিরানী। তাই হিরানীর এই ঘোষণায় মুন্না ভাই সিরিজের ভক্তরা বেশ খুশি। তা সে হোক না দশ বছর পর, আবার সার্কিট এবং মুন্না ভাইকে একসঙ্গে পাওয়া তো যাবে!
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন