না:গঞ্জে কাউন্সিলরকে কুপিয়ে জখম, আটক ১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদকে কুপিয়ে আহত করেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি মেয়র আইভীসহ অনেকেই তাকে দেখতে হাসপাতালে গেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বন্দর উপজেলার জামাইপাড়া এলাকায় ওই হামলার শিকার হন কাউন্সিলর সুলতান।
সিটি করপোরেশনের রাস্তা প্রশস্ত করতে গেলে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা সন্ত্রাসীরা এ হামলা চালায়। আহত কাউন্সিলর সুলতান আহমেদের ভাগিনা পনির জানান, বন্দর গার্লস স্কুল থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার কাজ তদারকি করছিলেন কাউন্সিলর সুলতান। রাস্তাটির এক অংশে দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে রাস্তার জায়গা দখল করে রেখেছে জাতীয় পার্টির কর্মী পরিচয় দানকারি হাবিবুর রহমান হবি ও তার মেয়ে জামাই আলামিন।
হবি বন্দর খেয়াঘাট এলাকায় বিপুল পরিমাণ নদীর তীরবর্তী জমিও দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকাবাসির সাথে আলোচনার পর জমির মালিক আলামিন জায়গা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের পর শনিবার রাস্তা প্রশস্ত করার কাজ ধরে সিটি করপোরেশন। কিন্তু এর পরেও আছরের নামাজের পরে হাবিবুর রহমান হবি এসে কাজে বাধা দেয়। কাউন্সিলর সুলতানকে হত্যার হুমকি দিয়ে যায়।
এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটির পর হবির নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে কাউন্সিলর সুলতানের উপর হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ইএমও জহিরুল ইসলাম জানান, কাউন্সিলর সুলতানের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সে এখনও আশঙ্কামুক্ত নয়। তার চিকিৎসা চলছে।
ঘটনার ব্যাপারে আহত কাউন্সিলর জানান, ভূমিদস্যু হাবিবুর রহমান হবি সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে রেখে সেখানে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছে। আমরা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করতে গেলে শনিবার বিকেলে সে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যায় এসে সে প্রথমে কোপ দেয়। পরে তার সাথে থাকা সিরাজুল, সাকিবুল, বোখরা ফরিদ, রাজিব ও সজিব ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন সাউদ জানান, হাবিবুর রহমান হবি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ভূমিদস্যতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ঘটনার খবর শুনে জেনারেল হাসপাতালে ছুটে যান সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, প্যানেল মেয়র মনির হোসেন, কাউন্সিলর হান্নান সরকার।
মেয়র আইভী বলেন, এলাকাবাসি রাস্তা প্রশস্ত করার জন্য আমার কাছে লিখিত আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে সিটি করপোরেশন এখানে রাস্তার কাজ করছিলো। সিটি করপোরেশনের জায়গা দখল করে রেখেছিল কিছু সন্ত্রাসী। এলাকাবাসিকে নিয়ে কাউন্সিলর অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
আইভী বলেন, জনগণের কাজ করতে গেলে এভাবে যদি হামলা প্রতিরোধের শিকার হতে হয় তাহলে আমরা কাজ করবো কিভাবে ?
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাবিবুর রহমান হবির মেয়ে জামাই আলামিনকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ কোন মামলা করেনি। মামলা করতে আসলে আমরা মামলা নিবো। ঘটনা আমরা তদন্ত করে দেখছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন