নাটকে অভিনয় করবেন ক্রিকেটার শাহাদাত, শুটিং আজ থেকে.!
ক্রিকেটার শাহাদাত হোসেন প্রথমবারের মত নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘পুতুল পুতুল’। ইফফাত আরেফীন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করছেন তপু খান। নাটকটিতে আরও প্রধান দুই চরিত্রে অভিনয় করেছন অভিনয়শিল্পী আফজাল হোসেন, লায়লা হাসান, পিয়া বিপাশা ও শাকিল আহমেদ। নাটকটি প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী।
নাটকটির গল্প নিয়ে পরিচালক তপু খান বলেন, ‘নাটকের চিত্রনাট্যে একজন ক্রিকেটারের চরিত্র রয়েছে। তাই আমি চিন্তা করেছি এখানে একজন সত্যিকারের ক্রিকেটার অভিনয় করলে মন্দ হয় না। চিত্রনাট্য পরে ক্রিকেটার শাহাদাত হোসেনকে নেয়ার কথা চিন্তা করেছি। শাহাদাত হোসেনও রাজি হয়েছেন।’
নাটকের গল্পে কী দেখা যাবে? উত্তরে পরিচালক তপু খান বলেন, ‘নাটকে পিয়া বিপাশা দেশের নাম করা একজন সুপারস্টার থাকেন। যার প্রেম হয় ক্রিকেটার শাহাদাত হোসেনের সঙ্গে। এরপর তাদের সম্পর্ক ভেঙ্গে গেলে আফজাল হোসেনের সঙ্গে সখ্যতা তৈরী হয় পিয়ার। আফজাল হোসেন পেশায় ব্যবসায়ী থাকেন। এরপর নাটকের গল্প এগিয়ে যেতে থাকে।’
নাটকটির শুটিং আজ থেকে রাজধানীর আশুলিয়া এলাকায় শুরু হয়েছে। আজ শুটিং করছেন আফজাল হোসেন ও পিয়া বিপাশা। আগামী শনিবার ক্রিকেটার শাহাদাত হোসেন ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান পরিচালক তপু খান।
আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন