নাম্বার ওয়ান পার্লামেন্টিরিয়ানকে হারালাম : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই।
রোববার ভোর ৪টা ২৪ মিনিটের দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭১ বছর।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবরে ভোরে হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘মর্মাহত, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয়, পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি ছিলেন নাম্বার ওয়ান। তাকে আমরা হারালাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হল, যেটা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাকে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি জানান, সকাল ৯টায় তার মরদেহ ঢাকার বাসভবন জিগাতলায় নেয়া হবে। বেলা ১২টায় মরদেহ নেয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে।
তিনি আরও জানান, সেখান থেকে বিকাল ৩টায় মরদেহ নেয়া হবে সংসদ ভবনে। সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সংসদে ‘অবিচুয়ারি রেফারেন্স’ হবে। আগামীকাল সোমবার সকাল ৯টায় মরদেহ যাবে সিলেটে। সকাল ১০টায় সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জ। এরপর সেখান থেকে মরদেহ তার নির্বাচিত এলাকা দিরাই ও শাল্লাতে নেয়া হবে। সেখানেই হবে শেষকৃত্যানুষ্ঠান।
সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি সুনামগঞ্জ-২ আসন থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে সত্তরের নির্বাচনেও তিনি প্রদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতাবিস্তারিত পড়ুন
ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলেরবিস্তারিত পড়ুন
নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নামবিস্তারিত পড়ুন