নারকেল তেল কি কখনো ব্যবহার করেছেন বলিরেখা দূর করার জন্য?
আপনি কি চিন্তিত আপনার চেহারার বলিরেখা ও বয়সের ছাপ নিয়ে? কত ফেসিয়াল, কত ট্রিটমেন্ট কত কিছুই না করলেন এই বলিরেখা দূর করার জন্য। কিন্তু কোন কিছুতেই কিছু হল না। নারকেল তেল কি কখনো ব্যবহার করেছেন বলিরেখা দূর করার জন্য? কি, ভ্রু কুঁচকে গেল নারকেল তেলের নাম শুনে? আমরা নারকেলে তেলের ব্যবহার সাধারণত চুলে বেশী করে থাকি। কিন্তু ত্বকের যত্নে বিশেষ করে বলিরেখা দূর করতে নারকেল তেল অনেক বেশী কার্যকরী। তাহলে জেনে নেই কীভাবে নারকেল তেল ব্যবহার করবেন।
কীভাবে ব্যবহার করবেন
• ত্বকে মেকআপ থাকলে তা তুলে ফেলুন। মেকআপ যদি ঠিকমত তোলা না হয় তবে নারকেল তেল কাজ করবে না।
• প্রথমে খুব ভাল করে মুখ ধুয়ে ফেলুন। যে সকল স্থানে রিঙ্কেল বা বলিরেখা আছে সেসকল স্থানে ভাল করে পানি দিয়ে ধুয়ে নিন।
• এরপর খাঁটি নারকেল তেল হাতে নিয়ে বলিরেখার জায়গাগুলোতে ভালভাবে ম্যাসাজ করুন। এমনভাবে ম্যাসাজ করুন যাতে ত্বকে তেল ভাল করে শুষে নেয়।
• সারা রাত এভাবে থাকতে দিন। সকালে মুখ ধুয়ে ফেলুন।
• এভাবে প্রতিদিন করুন।
ঘরোয়া উপায়ে বলিরেখা দূর করার জন্য নারকেলের তেল অনেক সহজলভ্য আর কার্যকরী। নারকেল তেল ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যেন তা খাঁটি হয় এবং মেয়াদ উত্তীর্ণ না হয়।
কীভাবে কাজ করে?
• নারকেল তেল বলিরেখা দূর করার সাথে সাথে ত্বকে নিয়ে আসে আলাদা এক উজ্জ্বলতা।
• নারকেলের তেল ত্বকের রেডিক্যাল দূর করে বলিরেখা ত্বকে পড়া থেকে প্রতিরোধ করে ।
• নারকেল তেলে এনজাইম আছে যা ত্বক মৃসন ও নরম করে থাকে।
• ত্বকের পানির পরিমাণ ঠিক রাখে।
• ত্বকে ময়েশ্চারাইজার ধরে রাখতে নারকেলের তেল অতুলানীয়।
নারকেল তেল যে কেউ ব্যবহার করতে পারে। এর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তবে নারকেল তেল ব্যবহারে সাবধান থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন