নারাইনের অভাব পোষাবেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) দ্বিতীয় দিনে মাঠে নামছে দুইবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। এই দলেই রয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু প্রথম ম্যাচে দিল্লি দলে নেই অন্যতম স্পিন অস্ত্র সুনীল নারাইন। ফলে, মূল দায়িত্ব বর্তাচ্ছে সাকিবের কাঁধেই।
গত সপ্তাহে নারাইনের বাবা মৃত্যুবরণ করেন। সে কারণে, ভারত ছাড়তে হয়েছে তাকে। ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম ম্যাচে তাই তাকে পাচ্ছে না কেকেআর। সবমিলিয়ে স্পিনের মূল দায়িত্বটা তাই এসে দাঁড়িয়েছে সাকিবের উপর।
অলরাউন্ডার হিসেবেও এগিয়ে থাকছেন বাংলাদেশের এই ক্রিকেটার। দলের মূল তিন ব্যাটসম্যান গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা এবং ইউসুফ পাঠান গত তিন মাসে কোনরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। ফলে ব্যাট হাতেও দায়িত্ব বাড়ছে সাকিবের।
এক্ষেত্রে তাকে সঙ্গ দেবেন আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ জ্যাক ক্যালিসও সেভাবেই দল সাজাচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন