নারায়ণগঞ্জের সাত খুনের মামলার বিচার শুরু
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেনসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন জেলা ও দায়রা জজ আদালত। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন আদালত। ফলে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হলো।
সোমবার সকালে আদালতে নূর হোসেনসহ ২৩ আসামিকে হাজির করা হয়। দু’পক্ষের আইনজীবীদের শুনানি শেষে চার্জ গঠন করেন আদালত। এর আগে এই মামলায় ৩৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। যার মধ্যে ১২ জন এখনো পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ওয়াজেদ আলী খোকন সাংবাদিকদের জানান, আদালত দু‘টি মামলার চার্জ গঠন করেছে এবং আগামী ২৫ তারিখ থেকে মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারিক কার্যক্রম শুরু হবে। আদালতে চার্জ গঠনের সময়ে আসামীপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছিল। রাষ্ট্রপক্ষের বিরোধীতার কারণে আদালত ৩৫ জনকেই অভিযুক্ত করে চার্জ গঠন শুরু করেছে।
মামলায় আসামী পক্ষে ছিলেন মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, প্রাক্তন পিপি সুলতানুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএ রশিদ ভূইয়া, সুপ্রীম কোর্টের সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল আশরাফউজ্জামানসহ অর্ধশত আইনজীবী।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিনদিন পর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দু’টি মামলা দায়ের করেন।
এদিকে নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ৩টি চাঁদাবাজি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর মধ্য দু’টি মামলার বিচার কাজ জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন