নারায়ণগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে ইব্রাহীম মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছুরিসহ ঘাতক ছেলে ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের মেয়ে লিজা আক্তার জানান, তার বাবা ইব্রাহীম মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালক। আর মা সৌদি প্রবাসী। তারা চার ভাই আর দুই বোন। ভাই-বোনদেরর মধ্যে ফয়সাল সবার বড়। তিনি স্থানীয় একটি গার্মেন্টে কাজ করেন।
লিজা আরও জানান, তিনি ছোট ভাই-বোনদের নিয়ে বাসায় থেকে সাংসারিক কাজকর্ম করেন। বাবা ইব্রাহীম মিয়া প্রায় সময় বাসায় এসে আমার ছোট ভাই-বোনদের মারধর করে। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করে।
তিনি জানান, রোববার দুপুরেও ছোট ভাই-বোনদের মারধর করলে আমি প্রতিবাদ করি। এতে আমাকে মারধর করে বাবা। এসময় গার্মেন্ট থেকে দুপুরের খাবার খেতে এসে বড় ভাই ফয়সাল বিষয়টি জানতে পেরে বাবার ওপর ক্ষিপ্ত হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাবা ফয়সালকেও মারধর করে। এসময় ফয়সাল ক্ষিপ্ত হয়ে বাবার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে বাবা মারা যান।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, লাশ উদ্ধার ও ফয়সালকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন