নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। মঙ্গলবার (৯ মে) সকালে সিদ্ধিরগঞ্জের মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর নাম মিতু আক্তার (৩২) ও আত্মহননকারী স্বামীর নাম মোশাররফ হোসেন (৪৫)। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাঝপাড়া এলাকার আহসান সরদারের ছেলে। মোশাররফ পেশায় গাড়িচালক ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, জালকুড়ি মাঝপাড়া এলাকাতে বসবাস করেন মোশাররফ হোসেন ও মিতু আক্তার। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। মোশাররফ মাদকাসক্ত জানা গেছে। এসব নিয়ে পরিবারে প্রায় সময়েই কলহ লেগে থাকতো। ওই কলহের জের ধরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ভোর সাড়ে ৬টার দিকে সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে মিতুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোশাররফ। তখন বাইরে থেকে লোকজন দরজা আটকে দিলে ভেতরে সে নিজেও ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ওসি আরও জানান, সকাল ১০টায় পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন