নারায়ণগঞ্জ নির্বাচন: প্রার্থিতা জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘন
নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে একাধিক আগ্রহী প্রার্থীর বিরুদ্ধে। তবে রিটানির্ং কর্মকর্তার পক্ষ থেকে বেশিরভাগ ঘটনাই উপেক্ষা করা হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে তিনি প্রার্থীদের হুঁশিয়ারিও দিয়েছেন।
সিটি করপোরেশন নির্বাচণের আরচণবিধিমালায় বলা আছে, মনোনয়পত্র সংগ্রহ ও দাখিলের সময় মিছিল বা শোডাউন করা যাবে না। প্রার্থী পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না।
কিন্তু ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সদস্য সচিব কামরুল হাছান ওরফে মুন্না বৃহস্পতিবার তার ৩০ জনেরও বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
একইভাবে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল মনোনয়নপত্র জমা দিতে আসেন ৫০ জনেরও বেশি সমর্থককে নিয়ে। তবে তাকে বাধা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়ার পর বাদল অবশ্য তার অন্য সমর্থকদের বাদ দিয়ে পাঁচজনকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার প্রবেশ পথের গেটে বড় ব্যানার লাগিয়েছে কোন প্রার্থী যাতে ৫ জনের বেশি সমর্থক নিয়ে প্রবেশ না করেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন