নারী কনস্টেবল ‘ধর্ষনে’ স্বামী এএসআই গ্রেফতার
রাজধানীতে নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় তার সাবেক স্বামী ও খিলগাঁও থানার সাবেক এএসআই কলিমুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একদল সদস্য কলিমুরকে গ্রেফতার করে নিয়ে যায়।
খিলগাঁওয়ে এক নারী কনস্টেবল গণধর্ষণের শিকার হয়েছেন বলে গত ১৩ জুন অভিযোগ ওঠে।
ঘটনার শিকার নারী কনস্টেবল জানান, প্রেমের সূত্রে ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক এএসআই কালিমুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু তিন বছর পর ২০১৪ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। ১০ জুন রাতে কালিমুর রহমান তাকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে তিলপাপাড়ার ৮৬ নম্বর বাড়িতে নিয়ে যান। সেখানে কালিমুর রহমানসহ আরও চারজন সারারাত তাকে গণধর্ষণ করেন। এরপর বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁওয়ে তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন