নারী সাংসদ যৌন ব্যবসা করেন মন্তব্যে গ্রেপ্তার পুলিশকর্তা
ক্ষমতাসীন বিজেপির এক নারী বিধায়ককে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আসাম পুলিশের রিজার্ভ ব্যাটালিয়নের ডেপুটি সুপার (ডিএসপি) অঞ্জন বরাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার অঞ্জনকে গ্রেপ্তার করে সিআইডি।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, ২৫ এপ্রিল অঞ্জন তাঁর ফেসবুকে বিজেপির এক নারী বিধায়ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
আসাম রাজ্যের সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে বসে ওই নারী বিধায়ক যৌন ব্যবসা করছেন বলে অভিযোগ আনেন অঞ্জন। তাঁর ভাষ্য, ওই নারী বিধায়ক প্রতি তিন ঘণ্টার জন্য এক লাখ করে টাকা নিচ্ছেন। রমরমা ব্যবসা চালাচ্ছেন।
অঞ্জনের ফেসবুক পোস্টের পর রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই পর্যায়ে তিনি তাঁর মন্তব্যের পক্ষে ফের ফেসবুকে পোস্ট দেন। দাবি করেন, সব জেনেশুনেই ওই মন্তব্য করেছেন তিনি।
বিতর্কিত মন্তব্যের জেরে অঞ্জনের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি।
রাজ্য পুলিশের প্রধান ডিজিপি মুকেশ সহায় বলেছেন, অঞ্জনের ব্যাপারে আইন নিজস্ব গতিতে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বিতর্কিত মন্তব্য করে আগেও সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন অঞ্জন। তিনি ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন