শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নার্স আন্দোলন ছিল উদ্দেশ্যপ্রণোদিত’

নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত নার্সরা অভিযোগ করেছেন, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের আন্দোলন ছিল উদ্দেশ্যপ্রণোদিত।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। ‘নিয়োগ পরীক্ষা বঞ্চিত সাধারণ নার্স’ নামের একটি সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংগঠনটির নেতারা বলেন, যারা মূল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা সাধারণ নার্সদের সঙ্গে বেইমানি করে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র খাদেমুল ইসলাম বলেন, গত ২৮ মার্চ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে বিডিবিএনএ এবং বিবিজিএসএস নামের দুই সংগঠনের ব্যানারে আমরা আন্দোলন করি। এর পরিপ্রেক্ষিতে গত ১ মে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করি। সরকার আমাদের দাবি না মানলে আন্দোলন থেকে নীরবে পিছিয়ে পড়েন তারা। এমনকি নিয়োগ পরীক্ষার দিন আমাদের কিছু না জানিয়ে তারা পরীক্ষায় অংশ নেন। ওই দিন তারা সাধারণ শিক্ষার্থীদের ঢাকা নার্সিং কলেজে আটকে রেখে যান।

তিনি বলেন, বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আমরা পরীক্ষার জন্য আবেদন করেছিলাম। তবে সব নার্স মিলে জ্যেষ্ঠ নার্সদের নিয়োগের ব্যাপারে যেহেতু আমরা একমত হয়েছিলাম, সেজন্য ওই আন্দোলনে আমাদের সংহতি ছিল। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি বা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে, এ ধরনের কোনো কর্মসূচিতে আমাদের সমর্থন ছিল না। বিডিবিএনএর কয়েকজন নেতার প্ররোচণায় সেসব কর্মসূচিতে যোগ দেই। পরে আমরা জানতে পারি, এ আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে চেয়েছিল বেকার নার্স নেতারা।

বিডিবিএনএর নেতারা সহজ সরল নার্সদের সঙ্গে প্রতারণা করছেন, এ অভিযোগ করে তিনি বলেন, যারা এমন ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। পাশাপাশি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে দুঃখ প্রকাশ করছি।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে পুনরায় নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- উম্মে মরিয়ম চৌধুরী, শেফালী আক্তার, নাজনিন আক্তার, আহসান হাবিব প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে