নাশকতার মামলায় ৭ জামায়াত নেতা গ্রেফতার
বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ৭ জামায়াত ও যুবদল নেতাকে গ্রেফতার করছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরণ করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ নাশকতা মামলায় উপজেলা সদরের ছোট ধাপ এলাকার ইব্রাহিম আলীর ছেলে পৌর জামায়াতের প্রচার সম্পাদক বেলাল হোসেন (৫০), একই এলাকার নজির ফকিরের চেলে জামায়াতের সুরা সদস্য আলেফ উদ্দীনকে (২৮) আটক করে। এছাড়ার বগুড়ার ধুনটে নাশকতার আশাংকায় জামায়াত ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পৌর জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৪৮) এবং পৌর যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন (৪৫)। আটককৃত জামায়াত নেতা উত্তর অফিসার পাড়ার আব্দুল খালেকের ছেলে ও ধুনট থানাপাড়া এইচআর দাখিল মাদ্রাসার শিক্ষক এবং যুবদল নেতা আফাজ উদ্দিন মাটিকোড়া গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, নাশকতামুলক কর্মকাণ্ডের আশংকায় পুলিশ জামায়াত নেতা হাবিবর রহমানকে আজ বুধবার সকাল ১০টায় ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এবং যুবদল নেতা আফাজ উদ্দিনকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আজ বুধবার দুপুরে তাদের থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া মঙ্গলবার রাতে আদমদীঘি এবং কাহালু থেকে তিন জামায়াত নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। কাহালু থানা পুলিশ উপজেলা জামায়াতের সাবেক আমির ও কাহালু সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মোমেনকে গ্রেফতার করে। এছাড়া আদমদীঘি থানা পুলিশ উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রহমান ও আদমদীঘি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বাবু কাজীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন